মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ আ ক ম সারোয়ার জাহান বাদশাহ ঢাকায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে সারোয়ার জাহানের বিরুদ্ধে। মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মোহাম্মদপুরের বসিলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ আ ক ম সারোয়ার জাহান বাদশাহ গ্রেফতার হয়েছেন।