পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬ দশমিক ০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। এর থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে—যা প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত ১ হাজর ২০০ টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে। এ সময় সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।