সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে শীতকালীন ছুটির কয়েকটি দিন বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ৯ ডিসেম্বর উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার বাদে) যেসব বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত ছিল, সেখানে পরীক্ষা নেওয়া হবে। ফলে নির্ধারিত ছুটির সময় শিক্ষকদের পরীক্ষার দায়িত্ব পালন করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের কারণে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনেক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করতে ছুটি বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষকদের মধ্যে কেউ কেউ ছুটি কমে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন, তবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি। পরীক্ষার ব্যবস্থাপনা সংক্রান্ত অতিরিক্ত নির্দেশনা শিগগিরই দেওয়া হবে।
বার্ষিক পরীক্ষা নিতে প্রাথমিক শিক্ষকদের শীতকালীন ছুটি আংশিক বাতিল