বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময়ে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে না আসার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোন হারানোর সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু চুপ করে ছিলেন। এছাড়া তিনি অবৈধ এমপিদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানালেও তিনি পদত্যাগ করেননি। এই সময় জনগণ তাকে দেখতে চায় না বলে বঙ্গভবনে জুলাইয়ে নিজের অবস্থান পর্যালোচনার জন্য আহ্বান জানানো হয়।