সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালী ও সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাই আহমেদের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের কৈতক হাসপাতাল ও নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন