চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় রবিবার ভোরে ছুরিকাঘাতে মাহবুব আলম নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। ভোর আনুমানিক ৪টার দিকে তিন-চারজন দুর্বৃত্ত তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মী ও স্থানীয়রা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।
হাটহাজারীতে চালক খুন, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ