উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে রোববার ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে এনবিআরে বিদ্যমান সংকট দ্রুত নিরসনে বিদ্যুৎ উপদেষ্টার সভাপতিত্বে গণপূর্ত মন্ত্রণালয়; শ্রম মন্ত্রণালয়; পরিবেশ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকরের প্রস্তাব অনুমোদন করা হয়। জানা গেছে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ‘মিশন’ স্থাপনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।