মালদ্বীপে অনুষ্ঠিত নারী কাভা কাপ ভলিবলে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। আফগানিস্তানের নারী দলকে সরাসরি ৩–০ সেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে তারা। এটি বাংলাদেশের নারী ভলিবল ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। এবারের আসরে চারটি দল অংশ নেয়। সেমিফাইনালে মালদ্বীপের কাছে পরাজিত হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পায় লাল-সবুজের মেয়েরা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ শফিকুল ইসলাম রাসেল।
১৯৭৩ সাল থেকে বাংলাদেশের মেয়েরা ভলিবল খেলছে এবং ৫২ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিচ্ছে। তবে এই প্রথম তারা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করল। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা এই অর্জনে অত্যন্ত সন্তুষ্ট। ফেডারেশনের নির্বাহী সদস্য সোহেল রানা বলেন, মেয়েদের এই সাফল্য প্রশংসনীয় এবং এটি দেশের নারী ভলিবলের উন্নতির ইঙ্গিত বহন করে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল আসবে।
কাভা কাপে ব্রোঞ্জ জিতে নারী ভলিবলে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য