জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ঘোষিত ইশতেহারে আগামী ১২ মাসে সংস্কার বাস্তবায়নের লক্ষ্য তুলে ধরা হয়। অগ্রাধিকারে রয়েছে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন এবং সহিংসতামুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠন।
ইশতেহারে আউটপুট বেজড এডুকেশন (OBE) কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, উচ্চগতির ইন্টারনেট, পেপারলেস প্রশাসন ও অনলাইন ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় নিরাপত্তা অ্যাপ, ডে-কেয়ার সেন্টার ও মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও এক্সেসিবল ক্যাম্পাস গড়ার অঙ্গীকারও করা হয়।
প্যানেলের নেতারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও প্রত্যাশা ইশতেহারে প্রতিফলিত হয়েছে। তারা জকসুর মাসিক কার্যক্রম অনলাইনে প্রকাশ ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের প্রতিশ্রুতি দেন। ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, তারা রাজনীতি নয়, নীতি ও ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চান।
জবি ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২১ দফা সংস্কার ইশতেহার ঘোষণা