হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে। তল্লাশিতে কাঠের গুড়ার বস্তার নিচে তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। একই সময়ে আরেকটি বালুবাহী ট্রাক থেকে বালির নিচে লুকানো ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।
এছাড়া পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাকও জব্দ করা হয়। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত পাহারা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এসব অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে যাতে অবৈধ বাণিজ্য প্রতিরোধ করা যায়।
হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ