গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চারজন অংশ নেন বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিসোর্টে প্রবেশ ও প্রস্থান করেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে অংশ নেন কথিত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া, আলমগীর হোসেনসহ আরও একজন। তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। মোবাইলে রেকর্ডকৃত তাদের কথোপকথন এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। গত ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী রিসোর্টটি তল্লাশি করে এবং সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। রুম সার্ভিস কর্মীসহ সংশ্লিষ্টদের র্যাব জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারীরা বলছেন, সংগৃহীত প্রমাণ বিশ্লেষণ করে হত্যাচেষ্টার পেছনের পুরো চক্র শনাক্তের চেষ্টা চলছে।
সাভারের রিসোর্টে গোপন বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যার পরিকল্পনার অভিযোগ