বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে ২৫ ডিসেম্বর গভীর রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৯৮ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৯ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও পলাতকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের চলমান কার্যক্রমের অংশ।
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার