ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদ থেকে মূল্যবান রূপার সামগ্রী চুরির ঘটনায় তিনজনের বিরুদ্ধে আগামী বছর বিচার শুরু হবে। প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রাসাদের এক রূপালী সামগ্রী তত্ত্বাবধায়ককে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ সামগ্রীর মূল্য ১৫ হাজার থেকে ৪০ হাজার ইউরোর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। প্রাসাদের প্রধান তত্ত্বাবধায়ক বিষয়টি প্রথমে কর্তৃপক্ষকে জানান।
তদন্তে দেখা যায়, ঐতিহ্যবাহী সেভ্রেস ম্যানুফ্যাকচারির তৈরি কিছু সামগ্রী অনলাইন নিলাম সাইটে বিক্রির জন্য তোলা হয়েছিল। অভিযুক্ত তত্ত্বাবধায়কের ব্যক্তিগত লকার, গাড়ি ও বাসা থেকে প্রায় ১০০টি সামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল তামার পাত্র, সেভ্রেসের চীনামাটির বাসন, রেনে লালিকের ভাস্কর্য ও ব্যাকারেট শ্যাম্পেন কুপ। উদ্ধারকৃত সব সামগ্রী এলিসি প্রাসাদে ফেরত পাঠানো হয়েছে।
তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ফ্রান্সের জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত সম্পত্তি যৌথভাবে চুরির অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানার বিধান রয়েছে। বিচার শুরু হবে ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি।
এলিসি প্রাসাদ থেকে রূপার সামগ্রী চুরির ঘটনায় তিনজনের বিচার শুরু হবে