আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল, নেতৃত্ব দেবেন সাবিনা খাতুন। আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবে দলটি। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাবিনা জানান, দেশের প্রথম সাফ ফুটসাল অংশগ্রহণে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন।
সাবিনা বলেন, ফুটসালের প্রতি তার বিশেষ টান রয়েছে। তিনি স্মরণ করেন, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশে খেলতে গিয়েছিলেন এবং সেটিও ছিল ফুটসাল। তার মতে, মালদ্বীপ ও ভারত অভিজ্ঞ দল হলেও বাংলাদেশও এক মাসের বেশি সময় ধরে অনুশীলন করেছে এবং ভালো কিছু করার প্রত্যাশা রাখছে। জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া জানান, নারী ও পুরুষ উভয় দল প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ঢাকায় ফুটসাল স্টেডিয়াম না থাকায় অনুশীলনে সমস্যা হচ্ছে।
এই টুর্নামেন্টে বাংলাদেশসহ সাতটি দল অংশ নিচ্ছে—ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সাবিনা খাতুনের নেতৃত্বে সাফ ফুটসালে প্রথমবার খেলবে বাংলাদেশ নারী দল