আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী অভিযান শুরু করছে যৌথবাহিনী। রোববার কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ ঘোষণা দেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র শিগগিরই জারি হবে এবং অভিযান তিনটি মূল লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হবে।
সানাউল্লাহ বলেন, অভিযানের প্রথম লক্ষ্য অবৈধ অস্ত্র উদ্ধার ও সেগুলোর অপব্যবহার রোধ করা। দ্বিতীয় লক্ষ্য চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয় লক্ষ্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের ঘটনা প্রতিরোধ করা, যেখানে যৌথবাহিনী সরাসরি ব্যবস্থা নেবে। ছোটখাটো লঙ্ঘন রুটিন কমিটিগুলো দেখবে। তিনি আরও নির্দেশ দেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে স্থল ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে অপরাধীরা এসব ব্যবহার করতে না পারে।
নির্বাচন কমিশন ইতিমধ্যে সব বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছে এবং সংশ্লিষ্ট সদর দপ্তরগুলোকে অভিযানের বিষয়ে অবহিত করা হয়েছে।
নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু