মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনার মুখে পড়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি নিউইয়র্ক টাইমসের সাংবাদিক কেটি রজার্সকে ‘তৃতীয় শ্রেণির সাংবাদিক’ ও ‘ভেতর-বাইর উভয় দিক থেকেই কুৎসিত’ বলে মন্তব্য করেন। রজার্স ও ডিলান ফ্রেডম্যান মিলে ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে একটি বিশদ প্রতিবেদন লিখেছিলেন। ট্রাম্প সেখানে পুরুষ সহলেখকের নাম উল্লেখ না করে কেবল নারী সাংবাদিককে লক্ষ্য করে কটূ মন্তব্য করেন। দুই সপ্তাহ আগেও তিনি আরেক নারী সাংবাদিককে অপমান করেছিলেন। নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে জানায়, তাদের প্রতিবেদন তথ্যভিত্তিক এবং ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের থামানো যাবে না। ট্রাম্প পত্রিকাটিকে ‘ব্যর্থ হতে চলা’ প্রতিষ্ঠান বললেও, টাইমস বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দায়ের করা মানহানির মামলাটি টিকবে না।
স্বাস্থ্য প্রতিবেদন নিয়ে নিউইয়র্ক টাইমস সাংবাদিককে ‘কুৎসিত’ বলায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা