Web Analytics

মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় শনিবার ভোররাতে। রাত ৪টার দিকে জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় বলে জানা গেছে। এতে অফিস দুটির বিভিন্ন কক্ষের দলিলপত্র, নগদ স্ট্যাম্প, রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার পুড়ে যায়। নাইটগার্ড ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে।

এই অগ্নিকাণ্ডে সরকারি নথি ও ভূমি রেকর্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিচ্ছে।

06 Dec 25 1NOJOR.COM

মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!