ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন। এসব হিসাবে মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
সিআইডির উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
আদালতের এই নির্দেশনার মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি অর্থপাচার সংক্রান্ত তদন্তেও অগ্রগতি হলো, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব জব্দ