Web Analytics

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল। আজ শুক্রবার স্থানীয় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। এই সফরে তারা জাপানের টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, জাপানে অবস্থিত বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

12 Sep 25 1NOJOR.COM

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল, ফুল দিয়ে স্বাগত জানিয়েছে প্রবাসীরা।

Person of Interest

logo
No data found yet!