Web Analytics

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে পারবে না। বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবেন এবং তার আগমনে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজী বাবর আলী এবং বক্তব্য দেন আব্দুর রহিম খান কালা, হাজী মজিবুল হক দুলাল, মো. জহিরুল ইসলাম, শেখ মোহাম্মদ সুমন ও হাবিবুর রহমান আজাদসহ অন্যান্য নেতারা।

20 Nov 25 1NOJOR.COM

বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেন, ষড়যন্ত্রে বাংলাদেশের জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না

Person of Interest

logo
No data found yet!