জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম প্রবাসী ভোটারদের সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষার আশাবাদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ভিডিওর ক্যাপশনে নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ জানুয়ারির আগেই প্রবাসীদের ভোটের ব্যালট পেপার নির্বাচন কমিশনে পৌঁছে যাবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটে ব্যাপক অংশগ্রহণের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এই বার্তায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় শাসন ব্যবস্থায় সম্পৃক্ততা ও তাদের ভোট যথাসময়ে গণনায় অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
সুশাসন ও সার্বভৌমত্বে প্রবাসীদের আশা পূরণের অঙ্গীকার নাহিদ ইসলামের