টানা ১৭ দিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে চারা হলদে হয়ে যাচ্ছে, বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং কোথাও কোথাও বীজতলা পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে নির্ধারিত সময়ে চারা রোপণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, সূর্যের আলো না পাওয়া এবং রাতের তাপমাত্রা কমে যাওয়ায় চারা স্বাভাবিকভাবে বাড়ছে না। অনেক জমিতে পানি জমে থাকায় শীতের প্রভাব আরও বেড়েছে। তারা আশঙ্কা করছেন, বীজতলা নষ্ট হলে নতুন করে তৈরি করতে অতিরিক্ত খরচ ও সময় লাগবে। বোনারপাড়ার আব্দুল মান্নান ও কচুয়ার মোস্তাফিজুর রহমান জানান, খড় ও পলিথিন দিয়ে ঢেকে রাখলেও তেমন ফল পাওয়া যাচ্ছে না।
সাঘাটা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১,৮৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যে বীজতলা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৯২৭ হেক্টরে ইতোমধ্যে রোপণ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতির আশঙ্কা কম এবং কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
গাইবান্ধার সাঘাটায় শৈত্যপ্রবাহে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, কৃষকদের দুশ্চিন্তা