Web Analytics

হবিগঞ্জের মাধবপুর থানার এসআই নাজমুলের বিরুদ্ধে নিরপরাধ মানুষকে আটক, নির্যাতন ও ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। আলেকপুর গ্রামের মোশারফ মিয়া ২০ জানুয়ারি হবিগঞ্জের পুলিশ সুপার এবং ২৫ জানুয়ারি সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ১৭ জানুয়ারি এসআই নাজমুল তার ভাই কামরুল হাসানকে কোনো অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই থানায় নিয়ে গিয়ে ১৪ ঘণ্টা আটকে রাখেন, তার জিনিসপত্র নিয়ে নেন এবং ভয় দেখিয়ে টাকা দাবি করেন।

মোশারফ ৫০ হাজার টাকা দেওয়ার পরও এসআই নাজমুল আরও ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে কামরুলকে পুরনো মামলায় আসামি করে আদালতে পাঠান। এসআই নাজমুল টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তদন্তে আরও জানা গেছে, স্থানীয় সাংবাদিক ফরাশ উদ্দিন ও আবু আল মুর্শেদ রুবেলসহ আরও কয়েকজন একইভাবে আটক ও নির্যাতনের শিকার হয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানিয়েছেন, এসআই নাজমুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

27 Jan 26 1NOJOR.COM

হবিগঞ্জে ওয়ারেন্ট ছাড়াই আটক ও ঘুষ আদায়ের অভিযোগে এসআই নাজমুল অভিযুক্ত

Person of Interest

logo
No data found yet!