জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ঘোষণা করেছেন, তিনি আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ব্যয় পরিকল্পনা ও অন্যান্য নীতির পক্ষে ভোটারদের সরাসরি সমর্থন অর্জনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় এই ঘোষণা এল। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সব ৪৬৫টি আসনের জন্য ভোট হবে, যা তাকাইচির জন্য প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম নির্বাচনের মাধ্যমে তাকাইচি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ওপর নিজের দখল আরও মজবুত করতে এবং জোট সরকারের ভঙ্গুর সংখ্যাগরিষ্ঠতা শক্তিশালী করতে চান।
এই নির্বাচন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের প্রধান উদ্বেগে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ উত্তরদাতা মূল্যবৃদ্ধিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন, আর ১৬ শতাংশ কূটনীতি ও জাতীয় নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে দেখেছেন।
তিন মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তাকাইচি