বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে জামিল আহমেদের পদত্যাগের পর থেকে গত দুই মাসে একাডেমির পরিষদের কোনো সভা হয়নি। ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। শিল্পকলার কার্যক্রম চলে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই। সদস্য আজাদ আবুল কালাম বলেন, ‘সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল, সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো তো এখন থেমে আছে।’ এছাড়া তিনি মাস পর পর পরিষদ সভা বাধ্যতামূলক হওয়ার পরও গণঅভ্যুত্থানের পর একবার হয়েছে। লীগের শেষ এক বছরে একবারও হয়নি!