রাজবাড়ীতে পেট্রল পাম্পের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী ও সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাশেম সুজন এবং তার গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা (২৮) খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি কালো পাজেরো জিপ প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে। রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে থামানোর চেষ্টা করলে গাড়িটি তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রাজবাড়ীতে পাম্পকর্মী হত্যায় সাবেক যুবদল নেতা ও চালক গ্রেপ্তার