Web Analytics

ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা একটি কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়। আরো বলেন, আমাদের ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো ৪ লাখ ২০ হাজার সামথিং, অর্থাৎ ৩০০ আসনের এবার ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। ইসি বলেন, দেখা গেছে ৪ লাখ ২০ হাজার এর ওপরের যেই আসনগুলো বা জেলাগুলো সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই শুধুমাত্র গাজীপুর জেলায় এই এভারেজের ওপরে থাকে।শুধুমাত্র দেখা গেছে, বাগেরহাটেরটা কমাই তাহলে মোটামুটিভাবে এভারেজের কাছাকাছি থাকে।

30 Jul 25 1NOJOR.COM

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা একটি কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। গাজীপুরে ভোটার বেশি হওয়ায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে: ইসি

Person of Interest

logo
No data found yet!