টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার মা আলেয়া বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গীতে দুই সন্তান হত্যার ঘটনায় আদালতে মায়ের দায় স্বীকার