কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি ঢালে কৃষিকাজ করার সময় এক চাকমা যুবক অপহৃত হয়েছেন। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় অপহৃতের নাম সংকুচিং (৩৫)। একই সময় তার সঙ্গে থাকা স্থানীয় কৃষক এবাদুল্লাহ (৬০) অপহরণের চেষ্টা থেকে পালিয়ে এসে প্রাণে বেঁচে যান।
এবাদুল্লাহ জানান, ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ তাদের ওপর হামলা চালায় এবং সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা তার দিকে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ ধারণা করছে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
টেকনাফে পাহাড়ি ঢালে চাকমা যুবক অপহৃত, গুলির মুখে বৃদ্ধের প্রাণরক্ষা