পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতের মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তান ও কুর্রাম জেলায় এই অভিযান পরিচালিত হয়। নিহতরা ফিতনা আল-খারিজ নামের সংগঠনের সদস্য ছিলেন।
আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ে ছয় সন্ত্রাসী নিহত হয় এবং কুর্রাম জেলায় আরও পাঁচজন নিহত হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এরা নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ নাগরিকদের ওপর একাধিক হামলায় জড়িত ছিল।
আইএসপিআর দাবি করেছে, নিহতরা ভারতের মদদপুষ্ট প্রক্সি গোষ্ঠীর সদস্য, তবে প্রতিবেদনে এই দাবির স্বাধীন যাচাইয়ের উল্লেখ নেই।
খাইবার পাখতুনখোয়ায় অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত