Web Analytics

ঢাকার সাভারে সাপের কামড়ে শিখা মনি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয় সে। পরিবার জানায়, শিশুটিকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় একের পর এক হাসপাতালে ছুটতে হয়। এনাম মেডিকেল, সোহরাওয়ার্দী ও মহাখালী হাসপাতালেও ভ্যাকসিন না পাওয়ায় শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানী শাহনাজ বেগম জানান, তার প্রতিবন্ধী মেয়ের একমাত্র সন্তান ছিল শিখা মনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বড় দেশে সাপের ভ্যাকসিন নেই—আমরা কেমনে বাঁচব?” ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি দেশের স্বাস্থ্যব্যবস্থায় অ্যান্টিভেনমের সংকট ও জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ ও শহরতলির হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত না থাকলে এমন মৃত্যুর ঝুঁকি থেকে যাবে।

Card image

Person of Interest

logo
No data found yet!