আজ একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরে বেলা ২টা ১১ মিনিটে বৈঠক শেষ হয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি। কে কোন কথা কোথায় বলব সেসব আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা এখনো হয়নি। এছাড়া উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বৈঠক সস্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি।
আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রিজওয়ানা