মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক ইশতিয়াক আজিজ উলফাত দাবি করেছেন, আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেননি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানটি আয়োজন করে সমিতির বিজয় রাকিন সিটি শাখা।
লিখিত বক্তব্যে ইশতিয়াক আজিজ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধা দিয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ৫ শতাংশ কোটার সুবিধা প্রকৃত মুক্তিযোদ্ধারা পাননি। রাকিন কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে অনিয়ম হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ১ হাজার ৯৫০ ফ্ল্যাটের মধ্যে মাত্র ৮৭০টি সমিতির সদস্যদের নামে বরাদ্দ হয়, যার মধ্যে ৩২ জন প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৯টি ফ্ল্যাট পান।
তিনি দাবি করেন, অমুক্তিযোদ্ধাদের নামে থাকা এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দিতে হবে।
ইশতিয়াক আজিজের দাবি, আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেননি