বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন করে এই দাবি জানান। প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম।
গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এদের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, পুলিশের সাবেক কর্মকর্তা আমির হোসেন ও সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠনের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।
২৫ বছর বয়সী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং কোটা সংস্কার আন্দোলন আরও বেগবান হয়।
রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের