Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন বিশ্বাস প্রকাশ করেছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে মিশন প্রধান ড. ইভার্স ইয়াবস সাংবাদিকদের এ কথা জানান।

ড. ইয়াবস বলেন, ইইউ তাদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে এবং একটি দক্ষ দল পুরো নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ শেষে বিশদ বিশ্লেষণের ভিত্তিতে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটি প্রাণবন্ত গণতন্ত্র হিসেবে দেখে এবং সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মিশনটি দেশব্যাপী পর্যবেক্ষণ করবে এবং মূলত প্রক্রিয়াগত বিষয়গুলো যেমন সঠিক ভোটার নিবন্ধন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ওপর গুরুত্ব দেবে।

আলোচনায় ইসি তাদের নির্বাচনি রূপরেখা ব্যাখ্যা করে এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের মতো কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জের কথা জানায়। ইইউ প্রতিনিধি দল বিশ্বাস প্রকাশ করে যে ইসি এসব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবে।

08 Jan 26 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসির সক্ষমতায় আস্থা ইইউ মিশনের

Person of Interest

logo
No data found yet!