বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না। সোমবার সিজিএসের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার সাংবাদিকদের বিরুদ্ধে এসব আইন ব্যবহার করবে না। আসাদুজ্জামান আরও বলেন, সাংবাদিকদের নিজেদের ন্যারেটিভ পরিবর্তন করতে হবে যাতে তারা কণ্ঠস্বর বজায় রাখতে পারেন। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, নাগরিক ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইন প্রয়োজন এবং দেশে ভয়ভীতির সংস্কৃতি ফেরাতে না দেওয়ার জন্যও এটি জরুরি। অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন।
রাষ্ট্রের মানসিকতা ও নিবর্তনমূলক আইন না বদলালে সাংবাদিক হয়রানি চলবে বলে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের