ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি যেন ভারতের পরাজয়ের প্রতীক হয়ে উঠছে। ২০২৩ সালের নভেম্বরে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি (১২৩) করেও ভারত হেরেছিল। এবার রায়পুরে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি (১০৫) করলেন গায়কোয়াড়, ভারত তুলল ৩৫৮ রানের বিশাল স্কোর। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় ফেরায়। গায়কোয়াড়ের দুই সেঞ্চুরির ম্যাচেই ভারতের পরাজয় দলটির বোলিং দুর্বলতা ও চাপের মুহূর্তে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘরের মাঠে রেকর্ড রান করেও হারায় হতাশ দর্শকরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।