Web Analytics

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, বর্তমানে চীনের ব্যবসায়ীদের বড় একটি অংশ বাংলাদেশে সফরে রয়েছে। এটি বিনিয়োগের জন্য আশার আলো। দেশে চীনের একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ করছে সরকার। এর আগে শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান। এতে দেশটির ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী রয়েছেন। আশিক বলেন, বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনের পাশাপাশি বাংলাদেশেরও অনেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ছিলেন। তিনি জানান, বিদ্যুৎখাতে চীনের সঙ্গে বেজা একটা দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চাঁদপুরের একটা কৃষিভিত্তিক প্রকল্পের জন্য সমঝোতা স্মারকটা স্বাক্ষরিত হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!