চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লেখেন, ম্যাসমার্ডার ( Mass murder) মানে গণহত্যা, জেনোসাইড ( Genocide) মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা ( Mass Murder) হয়েছে- জেনোসাইড ( Genocide) হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না। এর আগে চীন বলেছিলেন, বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে, সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ! গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়।
ম্যাসমার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে জাতিগত নির্মূল; জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে- জেনোসাইড হয়নি: তাজুল