আসন্ন বড়দিন উপলক্ষে রাজধানীর ২১টি গির্জায় প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক প্রণোদনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে দেওয়া এই সহায়তা ধর্মীয় আয়োজন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং বড়দিনের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহরের সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাঁদের উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে কর্পোরেশন। তিনি আরও বলেন, ডিএনসিসি একটি বহুসংস্কৃতির মানবিক নগর গড়ে তুলতে চায়, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ সমান মর্যাদায় বসবাস করতে পারবেন।
এর আগে ঈদ ও দুর্গাপূজা উপলক্ষেও ডিএনসিসি বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহে আর্থিক সহায়তা প্রদান করেছিল। এই উদ্যোগকে নগরীতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বড়দিন উপলক্ষে রাজধানীর ২১টি গির্জায় ২০ লক্ষ টাকার অনুদান দিলো ডিএনসিসি