Web Analytics

জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারকে পৈত্রিক সম্পত্তি মনে করেছে। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সম্পদের পাহাড় গড়েছে। জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। আরো বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ব্যবস্থা। কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল এর বিরোধিতা করে। অতীতের কোনো নির্বাচনের সঙ্গে ২০২৬ সালের নির্বাচন মিলবে না। অনেক ইসলামী দল মিলে নতুন একটি মোর্চা তৈরি হয়েছে। ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা রাজনৈতিক হানাহানি করি না, বিভেদের রাজনীতি করি না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, সম্প্রতি পিরোজপুরে একটি দলের উপজেলা কাউন্সিল অধিবেশনে নিজেদেরই কর্মীরা ভোটের ব্যালট বাক্স ছিনতাই করেছে। এজন্যই জনগণের আস্থা জামায়াতে ইসলামীর প্রতিই রয়েছে। আমার পিতা দুর্নীতিবাজ ছিলেন না, তার সন্তানরাও দুর্নীতিবাজ নয়।

16 Sep 25 1NOJOR.COM

পিরোজপুরে একটি দলের উপজেলা কাউন্সিল অধিবেশনে নিজেদেরই কর্মীরা ভোটের ব্যালট বাক্স ছিনতাই করেছে। এজন্যই জনগণের আস্থা জামায়াতের প্রতিই রয়েছে: মাসুদ সাঈদী

Person of Interest

logo
No data found yet!