জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, “আমরা লক্ষ্য করেছি- বিএনপি নির্বাচনের কথা বললে একটি মাফিয়া চক্র মানুষের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। এ বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।" তিনি বলেন, মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বটবাহিনী হিসেবে চিহ্নিত করেছে। এ বটবাহিনী এবং ফেসবুকে মিথ্যা প্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সত্যকে সামনে রেখে মিথ্যা প্রচারের জবাব দিতে হবে।
বিএনপি নির্বাচনের কথা বললে একটি মাফিয়া চক্র মানুষের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বটবাহিনী হিসেবে চিহ্নিত করেছে: জিলানী