Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, বাইডেনই “যুদ্ধটা ঘটানোর দিকে ঠেলে দিয়েছিলেন।” তার মতে, বিষয়টি বিশ্বাস করা কঠিন হলেও এটি সত্য। ট্রাম্প দাবি করেন, বাইডেনের ব্যর্থ পররাষ্ট্রনীতি ইউক্রেনকে ভৌগোলিকভাবে ছোট করেছে এবং অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

অরবান সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক শিগগিরই বুদাপেস্টে হতে পারে। গত মাসে ট্রাম্প “প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়” পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছিলেন। পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস জানায়, বৈঠকটি বাতিল নয়, কেবল স্থগিত।

হাঙ্গেরির গণমাধ্যম মাগিয়ার নেমজেত–কে দেওয়া সাক্ষাৎকারে অরবান জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন ইস্যুতে এখনো কিছু অনিষ্পন্ন বিষয় রয়ে গেছে। এসব মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। পরে কোশুত রেডিওতে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “পুতিন ও ট্রাম্পের বৈঠক অবশ্যই হবে,” যদিও তিনি স্পষ্ট করেন, সেই বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কি না তা এখনো অনিশ্চিত।

08 Nov 25 1NOJOR.COM

হোয়াইট হাউসে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে বাইডেনকে ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!