Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কথিত সন্ত্রাসী বজলুর রহমান রিপন ওরফে হাজী রিপন এবং তার ছেলে ইমতিয়াজ আহম্মেদ রাফি। সোমবার দুপুরে জামতলা এলাকার ধোপাপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা থানার ওসি মো. আব্দুল মান্নান নিশ্চিত করেছেন। হাজী রিপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলা ও একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, হাজী রিপন স্থানীয় রাজনীতিক শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তিনি ও তার ছেলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই অভিযানকে নারায়ণগঞ্জের চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে এবং স্থানীয় অপরাধচক্র ভাঙতে অভিযান অব্যাহত থাকবে।

23 Dec 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ হাজী রিপন ও তার ছেলে গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!