রাজধানীর উত্তরায় গত ২৪ ঘন্টায় ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি, চাকু, রড ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ছাত্রজনতার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান রনি ওরফে লাড়া দে সানিকে (২৪) আটক করেছে র্যাব। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত সাকিবুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ গ্যাং লাড়া দে গ্রুপের প্রধান। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী ও হাবিব হাসানের নির্দেশে উত্তরা আজিমপুরে হামলার নেতৃত্ব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।