বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করতেন না। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা ও আইনজীবী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, চিন্তা, কাজ, দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে খালেদা জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন।
মঈন খান স্মৃতিচারণ করে বলেন, খালেদা জিয়া মন্ত্রীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতেন এবং কখনো হস্তক্ষেপ করতেন না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি মাতৃত্বের গুণও ছিল, যা তাকে অমর করে রেখেছে। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম তার সংগ্রামী জীবনের অবদান তুলে ধরেন।
আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ শোকসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকায় স্মরণসভায় মঈন খান বলেন, খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি