পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি। আমিনুল হক বলেন, 'জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে।' এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ত্রাণ বিতরণ করেন!