কক্সবাজারের ঈদগাঁও বাজারে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রির অভিযোগে কয়েকজন কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদগাঁও বাজারের বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রির প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
এই অভিযান স্থানীয় বাজারে প্রতারণামূলক বাণিজ্য রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়।
ঈদগাঁওয়ে দেশি কাপড় বিদেশি বলে বিক্রির দায়ে জরিমানা