অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রোববারের গুলিবর্ষণের ঘটনায় হামলাকারী দুজনই বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানান, ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অন্য কোনো সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে না।
ঘটনার পর বনিরিগ ও ক্যাম্পসি শহরতলিতে তল্লাশি চালিয়ে ছয়টি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষা চলছে অস্ত্রগুলো হামলায় ব্যবহৃত হয়েছিল কি না তা নিশ্চিত করতে। প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব চলাকালে এই হামলা ঘটে, যা দেশজুড়ে নিন্দার ঝড় তোলে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একে “সন্ত্রাসী ও ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা” বলে আখ্যা দেন। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাকারীরা আগে নজরদারিতে ছিল কি না, তা এখনই বলা সম্ভব নয়। তদন্ত অব্যাহত রয়েছে।