হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়া পথে হামলা হয়েছে। এসময় পুলিশের গাড়িবহরে ৩০-৪০ জনের একটি দল ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটায়। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দুই কনেস্টেবলসহ ৫ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর কোনো ক্ষতি হয়নি। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করে শুনানী শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আইভীকে বহনকারী গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫